কসবায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি: কসবায় রোজা রেখেই অসহায় কৃষকের ধান কেটে দিলো উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। কৃষক কৃষাণীরা ভেজায় খুশী।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১১টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক এর দুই বিঘা জমির ধান কাটে ছাত্রলীগ উপজেলা ও ইউনিয়নের ৬০ জন নেতা। এক ঘন্টার মধ্যেই ধান কাটা শেষ করে জমিতেই মাড়াই করে দিলো তারা।
কসবা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়াক কাজী মানিক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তারা আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে প্রতিদিনই কারো না কারো ধান কেটে দিচ্ছেন। জননেত্রী শেখ হানিার সরকার কৃষি বান্ধব সরকার। বৈশ্বিক মহাদুর্যোগ করোনার ফলে সারা দেশ যখন লক ডাউনে তখন পাকা ক্ষেত নিয়ে কৃষকরা হয়ে পরে দিশেহারা। তাঁদের সহায়তায় নেমে পড়ে উপজেলা ছাত্রলীগ। এ ধারাবাহিকতায় কসবা উপজেলা ছাত্রলীগ সর্বদা কাজ করে যাবে বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.