কসবায় আইনমন্ত্রী আনিসুল হক- বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের প্রতিষ্ঠান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বুধবার বিকালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসাবে ভাচুর্য়েলে বক্তব্য রাখেন, মন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠান বাঙ্গালী জাতিকে সুশৃংখলা, প্রগতি এবংশিক্ষা এনে দেওয়ার প্রতিষ্ঠান। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে বলেছেন কৃষকের ধান কেটে দেওয়ার জন্য, ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কৃষকের ধান কেটে দিয়েছে।
করোনায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য বলেছিলেন, ছাত্রলীগে সাধারণ মানুষের পাশে থেকেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবেন, তিনি করেছেন। মেট্রে রেল করবেন, তিনি করেছেন। জনগন তাঁর সুবিধা পাচ্ছে। কর্ণফুলী ট্যানেলকরবেন, তিনি করেছেন।
মন্ত্রী বলেন, কসবা-আখাউড়ায় এ যাবৎকালের সর্বোচ্চউন্নয়ন হয়েছে। উন্নয়নের কথাগুলি জনগনের কাছে ছাত্রলীগকে পৌছাতে হবে।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগকে আবারও জয়ীকরতে ছাত্রলীগকে কাজ করতে হবে। কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.আফজালহোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক ও আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, লা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, কসবাউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদ নারী সদস্য রোমানুল, কসবা পৌরসভার সাবেক মো.এমরান উদ্দিন, কসবা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো.সফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.