কসবায় ভারতীয় বিএসএফ বাধায় রেলওয়ের ডাবল লাইন ও স্টেশন নির্মাণ কাজ শ্রীঘই শুরু হবে – বিজিবির মহাপরিচালক

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় রেলওয়ের স্টেশন এলাকার ডাবল লাইন ও স্টেশন নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
শুন্যরেখার দেড়শ গজের ভেতর কাজ হচ্ছে এমন অজুহাতে বিএসএফের বাধার মুখে ২০২১ সালের চার এপ্রিল থেকে কসবা রেলওয়ে স্টেশণ ও সালদা নদীর রেল ব্রিজনির্মাণ কাজ রয়েছে। এতে করে নিদিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে না ঠিকাদারী প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্থ হচ্ছে মালামাল।
বুধবার (০১ মার্চ)বিকালে বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল এ.কে.এম নাজমুল হাসান কসবা রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএসএফ এর বাধায় কসবা রেলওয়ে ষ্টেশন ও ডাবল লাইন এবং সালদা নদীতে রেল সেতুনির্মাণ কাজ বন্ধ রয়েছে। ভারতের দেড়শ গজের মধ্যে স্থাপনা গুলি হওয়ায় সীমান্ত আইন অনুযায়ী বন্ধ করে দিয়েছে। আমরাও এ রকম হলে বাঁধাদিয়ে থাকি।
তিনি বলেন, কসবা রেলওয়ে স্টেশনটি সীমান্তের আরো কাজে ছিল। কিন্তু এটিকে সড়িয়ে দুরে নেওয়া হয়েছে।  বিষয়টি নিয়ে রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিগন কাজ করছেন, আমি নতুনভাবে দায়িত্ব নিয়েছি, আমরাও যোগাযোগ করে দ্রুততম সময়েকাজ করতে পারব বলে আশা করছি।
তিনি বলেন,ভারত বাংলাদেশ বন্ধত্বপূর্ণ দেশ। ছোটখাটো যে সমস্যা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এটা কোন বাধা হবে না।
তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে চেষ্টা করছি, সীমান্ত দিয়ে যেন কোনভাবে আমাদের দেশে মাদক প্রবেশ করতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাদকের মাধ্যমে ধ্বংসনা হয়ে যায় সেইটি আমাদের মূল লক্ষ্য থাকবে। সীমান্ত দিয়ে মাছের বিনিময়ে মাদক আসে এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই কোন অবস্থাতেই যেন কোন মাদক না আসে।এ সময় সীমান্ত হত্যা সম্পর্কে জানতে চাইলে
তিনি আরো বলেন,সীমান্ত হত্যা কারোরই কাম্য নয, একটা জীবন মেরে ফেলুক,তারাও চাই না আমরাও চাই না। তারাও চাই আমরাও চাই সীমান্ত হত্যা যতটুকু কমিয়ে আনা যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির রিজুনাল কমান্ডার বিগ্রিডিয়ার জেনারেল মো.শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দীন রানা,৬০ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ প্রমুখ।
ঠিকাদারী প্রতিষ্ঠান তমা গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক মো.সুবক্তগীন সাহা বলেন, আখাউড়া থেকে শশীদল এলাকা পর্যন্ত ৩২ কিলোমিটার রেলপথ, সেতু ও স্টেশন নির্মাণ করছে তমাগ্রুপ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ এবং স্টেশনার ডাবল লাইনের কাজ এবংসালদা নদী একটি ব্রীজের কাজ বন্ধ রয়েছে। এতে করে অনেক মালামাল নস্ট হয়ে গেছে। আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তিনি বলেন,বিষয়টি সমাধানের জন্য রেলওয়ে মন্ত্রনালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যেমে দেশের উচ্ছ পর্যায়ে চেষ্টা চলছে। তিনি আরো বলেন,সমস্যাসমাধান হলে নির্মাণ কাজ শুরু করলে নির্মাণ কাজ শেষ করতে ছয়মাস লাগবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.