কল্যাণী পৌরসভা এবং স্টেডিয়াম কমিটির যৌথ উদ্যোগে ব্যতিক্রমি ভাবে কন্যাশ্রী দিবস পালন (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: কন্যাশ্রী দিবস, স্বাধীনতা দিবস খেলা দিবসের মত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যবাসী! 2013 সাল থেকে পালিত হয়ে আসা কন্যাশ্রীর ব্যাপ্তি ঘটেছে সারা রাজ্যে আজ কন্যাশ্রী দিবস।
রাত পোহালেই স্বাধীনতা দিবসের 75 তম বর্ষ।
অন্যদিকে সম্প্রতি সরকার ঘোষিত 16ই আগস্ট খেলা দিবসের অন্তর্ভুক্তি হিসাবে আজ কল্যাণী পৌরসভা এবং স্টেডিয়াম কমিটির উদ্যোগে ত্রিদলীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।
কলকাতার দুটি বিখ্যাত মহিলা দলের সাথে গতবারের মহিলা লিগ চ্যাম্পিয়ন দলের খেলার মাধ্যমে, আজকের কন্যাশ্রী দিবসের এই বিশেষ দিনটি অত্যন্ত ব্যতিক্রমী পথে পালন করা উদ্যোগ নিয়েছিল, কল্যাণী পৌরসভা এবং স্টেডিয়াম কমিটির যৌথ ভাবে ৷
পৌরসভার পক্ষ থেকে জানানো হয় মহিলাদের ব্যপ্তি ঘটাতে বাংলার মুখ্যমন্ত্রী অনেকগুলি প্রকল্প নিয়েছেন। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কন্যাশ্রী, শিক্ষা ,খেলাধুলা, স্বনির্ভরতা, মহিলাদের সুরক্ষার ব্যবস্থার মাধ্যমে আজ তারা সম্মানিত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.