কলকাতা লাগোয়া ডানলপ ও উত্তর চব্বিশ পরগনার শ্যাম নগরে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এখনও উৎসবের রেশ মেটেনি। আজ সর্বত্র পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো।তারই মধ্যে সকালেই নজরে এলো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
উত্তর চব্বিশ পরগনার শ্যাম নগরে একটি ব্যাটারি কারখানায় আচমকাই আগুন লাগে। সেই সময় কারখানায় শ্রমিকেরা কাজ করছিল। স্বভাবতই তীব্র উত্তেজনার সৃস্টি হয়।
সেখানে আশেপাশে একাধিক কারখানাও রয়েছে।ছড়িয়ে ছিটিয়ে দাহ্যপদার্থ থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পরে। এলাকার আশেপাশের বাড়ি ও কারখানার যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য স্থানিয় প্রশাসনের তরফ থেকে শতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে কাজ শুরু করে।
ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা স্থানিয় কেউ হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।
পাশাপাশি আরেকটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতার কাছেই  ডানলপ মোড়ের একটি বহুতলে।
স্থানিয় সূত্রের খবর অনুযায়ী গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড হয়।
এলাকাটি জনবহুল ও আশেপাশে বাজার দোকান সহ সিনেমা হল আছে।যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা হয় তার নিচের ফ্লোরেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। ব্যস্ততম কাজের দিনে এই রকম অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পরে স্থানিয় লোকজন।
এলাকায় স্থানিয় জনপ্রতিনিধি সহ দমকলের আধিকারিকেরা উপস্থিত হয়ে তদারকি করেন। এখনও পর্যন্ত কোনও মারাত্মক জখমের খবর নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.