কর্মহীন হয়ে পড়া ৫ হাজার শ্রমিকের মানবেতর জীবনযাপন, পায়নি কোন সরকারি সহযোগীতা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর করোনা ভাইরাস উপলক্ষে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার শ্রমিকের মানবেতর জীবন যাপন করছে। দেশের উন্নয়নের ভাগ্যের চাকা যাদের হাতে তারাই আজ অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে।

উপজেলা মাহেন্দ্রা, টেম্পু, মিশুক, ইজিবাইক, ভাড়ায় চালিত মটোর সাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শিপন মোল্লা ও রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন সবুজ তাদের শ্রমিকদের নিয়ে এভাবেই অভিযোগ তুলে ধরেন।

শিপন মোল্লা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমার সংগঠনে এই উপজেলায় ৯ ইউনিয়ন ও ১ পৌরসভা মিলে ৪ হাজারের অধিক শ্রমিক রয়েছে। প্রায় ২ মাস লগ ডাউনের কারণে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তারা মানবেতর জীবন যাপন করছে।

এ যাবত সরকারি পর্যায় সর্বোচ্চ ২ শতাধীক শ্রমিককে ত্রাণ কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আর শ্রমিক সংগঠনের উদ্যোগে ব্যক্তিগতভাবে ১শত ৫০ জনকে ৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

উপজেলা রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন সবুজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উপজেলায় রিক্সা, ভ্যান চালকরা অত্যন্ত হতদরিদ্র। করোনা ভাইরাস উপলক্ষে কর্মহীন হয়ে পড়ে। তাদের পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন। অভাব তাদের জীবনকে তারা করে ফিরছে। এ যাবৎ সরকারী পর্যায় বিচ্ছিন্ন ভাবে সর্বোচ্চ শতাধিক রিক্সা চালককে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বামরাইল ইউনিয়ন শ্রমিক সংগঠনের সভাপতি খোকন হাওলাদার জানান, ইউনিয়নে প্রায় ২ শতাধিক শ্রমিক রয়েছে । এ যাবত সরকারিভাবে ১৫ জনকে ১ প্যাকেট করে ত্রাণ দেওয়া হয়েছে। ধামুরার ইজিবাইক ড্রাইভার ফজলু মোল্লা, শাহিন বামরাইলের মাহেন্দ্র ড্রাইভার মারুফ, আবুল কাসেম অটো ড্রাইভার মতিউর রহমান, রাজিব, জয়নাল, পৌর এলাকার রিক্সা চালক সিদ্দিক, সাকরালের আল-আমিন, শিকারপুরের কাওছার জানান এ যাবৎ সরকারিভাবে কোন ত্রাণ সহায়তা তাদের ভাগ্যে জোটেনী।

এছাড়া কর্মহীন হয়ে পড়া সেলুন ব্যবসায়ী নরসুন্দর সমিতির সদস্য উপজেলার সুভাষ শীল, ধামুরার হরলাল, বামরাইলের শঙ্কর চন্দ্র শীল তারাও কোন খাদ্য সামগ্রী না পেয়ে দুঃখ প্রকাশ করেন। কর্মহীন হয়ে পড়া অসহায় রাজমিস্ত্রী ও কাঠ মিস্ত্রীরাও মানবেতর জীবন যাপন করছেন বলে তারা জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, পৌর মেয়র ও কাউন্সিলরদের অসহায় হয়ে পড়া কর্মহীন তালিকা করে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কিছু লোক বাদ পড়ে থাকে তাদেরকেও ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.