করোনা মোকাবেলায় ২ কোটি টাকা দিলেন দক্ষিণী সুপারস্টার পাওয়ান কল্যাণ

বিটিসি বিনোদন ডেস্ক: করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী আতঙ্কের নাম। বিশ্বের ১৯৮টি দেশে এর প্রকোপ ছড়িয়েছে এবং যার ভয়াবহতা দিন দিন বাড়ছে।

এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার পাওয়ান কল্যাণ। সরকারের ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা দেন এ নায়ক। এরইমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ১ কোটি টাকা দান করে দিয়েছেন। বাকি ১ কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা দিয়েছেন অন্ধ্রপ্রদেশ ও ৫০ লক্ষ টাকা দিয়েছেন তেলেঙ্গানা সরকারের ত্রাণ তহবিলে।

শুধু তাই নয়, পাওয়ান কল্যাণ থেকে অনুপ্রাণিত হয়ে অভিনেতা রাম চরণও করোনার ত্রাণ তহবিলে ৭০ লক্ষ টাকা দান করেছেন।

অন্যদিকে ভারতের ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেন কমেডিয়ান কাপিল শর্মা। কাপিল ছাড়া আরেক অভিনেতা সানি দেওলও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিয়েছেন।

কিন্তু অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমন খান, আমির খান, হৃতিক রোশন, শহিদ কাপুর, অক্ষয় কুমারের মতো প্রথম সারির তারকাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অর্থ সাহায্যের কথা শোনা যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.