করোনা ভাইরাস: উত্তরা গণভবন, রাজবাড়ি, গ্রীণ ভ্যালী পার্ক বন্ধ ঘোষণা


নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজাবড়ি এবং গ্রীণ ভ্যালী পার্ক সহ দর্শনীয় স্থান বন্ধের ঘোষনা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৩১মার্চ পর‌্যন্ত প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন উত্তরা গণভবন, নাটোরের রানী ভবানী রাজবাড়ি, লালপুরের গ্রীণ ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যেখানে বেশী গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থান বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.