করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ভারত স্বনির্ভর হতে শিখে গেছে : প্রধানমন্ত্রী 

কলকাতা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৮ জুন) দেশের ৪১টি কয়লা খনি বাণিজ্যিক খননের জন্য নিলাম শুরু হল৷ সেই নিলামে উদ্বোধনেী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷
এই মুহূর্তে যখন গোটা দেশে চিনা পণ্য বয়কটের আন্দোলন মেতে আছে তখনই প্রধানমন্ত্রীর ভাষণে আজ যেন সেই ছবি কিছুটা ধরা পরল ৷ তিনি বলেন  করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ভারত স্বনির্ভর হতে শিখে গেছে ৷
এবার ভারত আমদানীর হার কমাতে হবে ৷ তাঁর কথায়, ‘আত্মনির্ভরতা অভিযানের মানে হল, আমরা বেশী পরিমাণে রফতানী শুরু করব৷ আমদানি কমাবো৷ আমরা সেই সব জিনিস রফতানী করব, যা এখন আমরা আমদানি করি৷ আমদানী কমার ফলে যে অর্থ বাঁচবে, তাতে গরিব মানুষের উন্নয়ন করা হবে৷’
প্রধানমন্ত্রী আজ আরও বলেন পৃথিবীর চতুর্থ বৃহত্তম কয়লা ভাণ্ডার আমাদের দেশে রয়েছে৷ কিন্তু আমরা কয়লা রফতানী করি না৷ আমরা কয়লার দ্বিতীয় বৃহত্তম আমদানীকারী দেশ ৷ দশকের পর দশক ধরে, কয়লা ক্ষেত্র হয় কারও অধীনে থেকেছে বা অধীনে নয়৷ অস্বচ্ছতার জালে জড়িয়ে ছিল ৷ ২০১৪ সালের পর থেকে এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ এই পদক্ষেপগুলি করার ফলেই কয়লা ক্ষেত্র আরও মজবুত হয়েছে ৷’
এই মঞ্চ থেকে জাতীর উদ্দেশ্যে বলেন ভারতবর্ষ আত্মনির্ভর হওয়ার জন্য বহু পদক্ষেপ নিচ্ছে ৷ অনেক যুবকের কর্ম সংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.