করোনা চিকিৎসায় “অ্যাভিগান” ঔষধের অনুমোদন দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা চিকিৎসায় অ্যাভিফির নামক একটি ঔষধের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে এই ঔষধ।

জানা গেছে, অ্যাভিফির ঔষধটি ১৯৯০ সালে জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.- তৈরী ফ্যাভিপিরাভির একটি পরিবর্তিত রূপ। ফ্যাভিপিরাভির ঔষধের ব্র্যান্ড নামই “অ্যাভিগান”।

জাপান সরকারও অ্যাভিগান ঔষধ দিয়ে করোনা চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। এ বিষয়ে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড(আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ঔষধটি যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে এখনো অনুমোদন পায়নি।

একটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৩৩০ জন রোগীর ওপর এই ঔষধ সফলভাবে কাজ করেছে। আমরা বিশ্বাস করি এটি একটি গেম চেঞ্জার ঔষধ। যদি আমাদের রোগীদের এই ঔষধ দিয়ে চিকিৎসা করে সফলতা পাই তাহলে আমরা এটি রফতানির কথা ভাববো।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রাশিয়ান ফার্মাসিউটিক্যাল যৌথভাবে এই ঔষধটি তৈরী করছে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৩ হাজার ৭৪১ জন। মারা গেছেন ৫ হাজার ৩৭ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.