করোনা : কারফিউ তুলে নিয়েছে আমিরাত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে তিন মাস আগে জারি করা কারফিউ তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম জানিয়েছে, স্যানিটেশন অভিযান শেষ হলে নাগরিক ও বাসিন্দা অবাধে চলাফেরা করতে পারবে।

গত মাস থেকেই দেশটিতে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছিল। তবে বেশীর ভাগ এলাকায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। এখন সেটিও তুলে নেয়া হলো।

ডব্লিউএএম জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী তাদের ঔষধ আমিরাতে মানুষজনের ওপর পরীক্ষা চালাচ্ছে।

এমন পরিস্থিতিতে চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুর দিকে করোনার একটি ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী আমিরাত।

এদিকে আবুধাবির মতো কিছু কিছু জায়গায় এখনও কড়াকড়ি রয়েছে বলে খবরে বলা হয়েছে।

তেল সমৃদ্ধ আবুধাবিতে প্রবেশ করতে হলে রেসিডেন্টসদের ক্ষেত্রে এখনও অনুমতি নেয়ার সিদ্ধান্ত বলবৎ রয়েছে।

আগামী ৭ জুলাই থেকে পর্যটকদের জন্য ফের খুলে যাবে মধ্যপ্রাচ্যের এই বিজনেজ হাব।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৪৬ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩০৭ জন। তবে সুস্থ হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন। (সূত্র: ব্লুমবার্গ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.