করোনায় যশোরের সাধারন মানুষের পাশে তারুন্যের অহংকার তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার পর এবার মহামারী করোনায় যশোরের সাধারন মানুষের পাশে এগিয়ে গেলেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম তারুন্যের অহংকার বাগেরহাট ২ আসনের মাননীয় সাংসদ শেখ তন্ময়।গতকাল শেখ তন্ময়ের সহযোগিতায় যশোরে অক্সিজেন ব্যাংক চালু হয়েছে।
শেখ তন্ময়ের ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে ৪০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। যশোর জেলা ছাত্রলীগ এই অক্সিজেন ব্যাংক পরিচালনা করবে।
হটলাইনে কল করলেই করোনা আক্রান্ত রোগীদের কাছে পৌছে যাবে অক্সিজেন।২৪ ঘণ্টায় হটলাইন চালু থাকবে। যা বিনামূল্যে ব্যবহার করতে পারবে যশোরবাসী। প্রাথমিকভাবে ভাবে ৪০ টি সিলিন্ডার দিয়ে শুরু হলেও প্রয়োজনে আরো সিলিন্ডার যুক্ত হবে এই অক্সিজেন ব্যংকে।
অক্সিজেন ব্যাংক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব , সাংগঠনিক সম্পাদক এস এম রিয়েল, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহানসহ অনান্যরা।
এসময় তারা বলেন, যশোরে করোনায় আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তার সহযোগিতায় যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।
অক্সিজেন ব্যাংকের হটলাইন ০১৯১২৩৩১২৭৪ ও ০১৭২১৪০৪৯৫০। ২৪ ঘণ্টায় হটলাইন চালু থাকবে। হটলাইন নম্বরে কল দিলে বাড়িতে অক্সিজেন পৌছে দেওয়া হবে। ২৫ জন ভলেন্টিয়ার এ দায়িত্বে নিয়োজিত থাকবেন।
করোনাকালীন সময়ে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় করোনার প্রথম ঢেউ শুরুর পর তার নির্বাচনী এলাকাসহ জেলার মানুষের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বাড়িবাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেয়া, সংক্রমিতদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং সবশেষ মুমুর্ষরোগীদের বিনামূল্যে জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ কার্যক্রম চলামান রয়েছে।
সম্প্রতি করোনা সংক্রম উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষনা করে। লকডাউনে জেলার হাজার হাজার নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন এসব মানুষের কথা বিবেচনা করে এমপি শেখ তন্ময় তার ব্যাক্তিগত তহবিল থেকেবাগেরহাট জেলার ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হযেছে।
এবার যশোরের প্রাথমিকভাবে ৪০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু হলো। প্রয়োজনে ভবিষ্যতে অক্সিজেন সিলিন্ডার আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.