করোনায় নতুন মৃত্যু ৩২, মৃতের সংখ্যা ১১৭১, নতুন আক্রান্ত ৩১৪১, মোট আক্রান্ত ৮৭৫২০

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১  জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জনে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন।  ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। এদিকে আরও ৯০৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হলেন।

আজ রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০৫টি নমুনা।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লক্ষ ১ হাজার ৪৬৫টি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.