করোনায় আক্রান্ত সৌরভ

বিটিসি স্পোর্টস ডেস্ক: সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বাঙালীর আবেগ এবং প্রেম একটু বেশি। তাই সর্বক্ষণ মনেই থাকেন বাঙালীর এই দাদা। আর সেই প্রিয় দাদা এবার আক্রান্ত কোভিডে।
গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই দিনই  আবার তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে জানান বেসরকারি হাসপাতাল।
আপাতত হাসপাতালে রয়েছেন তিনি। তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল।
পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এর পর ২৭ জানুয়ারি আবার বুকে ব্যথা অনুভব করলে সৌরভকে আবার অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
দ্বিতীয় বার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। পুরোদমে কাজও শুরু করে দেন। (সুত্র: আনন্দ বাজার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.