হারতে বসা ম্যানইউকে বাঁচাল কাভানি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে কাভানির গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে এক গোল খেয়ে হারতে বসেছিল দলটি। তবে বদলি নেমে সেটা আর হতে দেননি উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি। সোমবার রাতে সেন্ট জেমস টার্কের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। রাফায়েল ভারানে বল হারলে, সেই বল ধরে দুই ডিফেন্ডারকে এড়িয়ে ভেতরে ঢুকে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড আলাঁ সাঁ-মাক্সিমাঁ।
পিছিয়ে পড়েও গোলের জন্য নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না ম্যানচেস্টার। ৬৪ মিনিট পিছিয়ে থাকার পর কাভানির গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের ৭১তম মিনিটে বলের জন্য ঝাঁপ দেয় নিউক্যাসল গোলরক্ষক এই সুযোগে ফাঁকা জালে বল পাঠান উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার।
ম্যানচেস্টারের হয়ে ১৭ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
এরফলে ১৭ খেলায় ২৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। আর ২ ম্যাচ বেশি খেলে নিউক্যাসেলের পয়েন্ট ১১। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.