করোনার বিরুদ্ধে লড়তে, ভ্যাকসিন তৈরীর দাবি আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের

ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতি দিন যেভাবে আক্রান্তরে সংখ্যা বাড়ছে ৷ প্রতিদিন মৃত্যুর মিছিল মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে ৷ ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে আশার আলো দেখাল আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়।

কোভিড নাইন্টিন ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ফল আশানরূপ হয়েছে বলে দাবি করেছেন পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৷ সার্স এবং মার্স এই দুটি ভাইরাসের সঙ্গে কোভিড নাইন্টিনের অনেক মিল রয়েছে বলে জানান বিজ্ঞানীরা ৷ নিশ্চিত হতে ইঁদুরের ওপর পরীক্ষা করে ইতিবাচক ফল মিলেছে দাবি পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC-র সহযোগিতায় কাজ চালানো হচ্ছে। টাকার যোগানের দায়িত্বে রয়েছে NIH ইনস্টিটিউট। বিজ্ঞানীদের সঙ্গে রয়েছেন বহু চিকিৎসক এবং পিএইচডি স্কলারও ৷ ল্যানসেট ইবায়োমিডিসিন-এর একটি জার্নালে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে তারা  ইঁদুরের শরীরে এই ভ্যাকসিনের কার্যকারিতা দেখে দাবি করেছেন, করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে অ্যান্টিবডি তৈরি করবে এই ভ্যাকসিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.