করোনার প্রকোপে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ হাজার

কলকাতা প্রতিনিধি: সারা বিশ্ব করোনার কবলে ৷ মৃত্যু মিছিলে যোগ দিয়েছে একের পর এক দেশ ৷ এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৬ হাজার ২২৮। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৭ হাজার ৮২০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷  মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন, ইরানের মতো দেশগুলিতে করোনার প্রকোপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
এই মুহূর্তে ১৯৫টি দেশ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ।   ইটালির অবস্থাই সবচেয়ে ভয়াবহ ৷ ইতআলিতে এখনও পর্যন্ত ১১ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত ১১ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা  ১ লক্ষ ১ হাজার ৭৩৯ মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৪ হাজার ৬২০ মানুষ নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৪৩ জন মানুষ। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৭০ জন। জ্যাকসনভিলে সমুদ্র সৈকতগুলি থেকে শুরু করে সর্বত্র জনসমাগম নিষিদ্ধ হয়েছে ৷

৭ হাজার ৭১৬ জন প্রাণ হারিয়েছেন স্পেনে ৷  ৮৭ হাজার ৯৫৬-তে দাঁড়িয়েছে স্পেনে আক্রান্তের সংখ্যা ৷ জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৮৮৫ জন ৷ ৬৪৫ জন প্রাণ হারিয়েছেন।  ফ্রান্সে  ৩ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ১৭০। ব্রিটেনে সবমিলিয়ে এখনও পর্যন্ত ১ হাজার ৪১১ জন প্রাণ হারিয়েছেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৫৪। ইরাণে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫৭ জনের ৷ আক্রান্ত ৪১ হাজার ৪৯৫ জন ৷ ব্রিটেনে  ১ হাজার ৪১১ জন প্রাণ হারিয়েছেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৫৪।

বিদেশফেরত ৪৮ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে চীনে ৷ এখনও পর্যন্ত ৩ হাজার ৩০৯ জন প্রাণ হারিয়েছেন। যদিও নতুন করে একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷ যদিও বলা হচ্ছে করোনার প্রকোপ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে চিন।

ভারতবর্ষের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা ১৪৪০ ৷ মৃত্যু হয়েছে ৩৩ জনের ৷ এক দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৭ ৷

সমগ্র পৃথিবীতে এর মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৬ হাজার ৪১ জন সুস্থ হয়ে উঠেছেন ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.