করোনার হানা : অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ থাকায় কয়েকদিন আগে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প সাময়িক স্থগিত করা হয়। জানানো হয়েছিল কোভিড-১৯ টেস্টের পর আবারও শুরু হবে যুবাদের অনুশীলন।

সেটি সহসাই সম্ভব হচ্ছে না। কেননা তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানান, পজিটিভ হওয়া ক্রিকেটারদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। ভাইরাস পরিস্থিতির কারণে আসরটি স্থগিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এ কারণে ২৮ ক্রিকেটারকে নিয়ে গত ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হওয়া যুবাদের ক্যাম্পের সময়সীমা ৪ সপ্তাহ থেকে কমিয়ে ৩ সপ্তাহ করা হয়।

অদূর ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট বা সিরিজ না থাকায় টাইগার যুবাদের প্রস্তুতি নিয়ে তাড়াহুড়ো করছে না বিসিবি। আপাতত বর্তমান পরিস্থিতি সামাল দেয়াতেই নজর বোর্ডের।

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে যুবাদের ক্যাম্প শুরু করার ভাবনার কথা জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.