করােনা সংকট মােকাবেলায় খুলনা মহানগর  নিসচা’র ত্রাণ বিতারণ

খুলনা ব্যুরো: করোনা সংকট মােকাবেলায় নগরীর পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতারণ করেছে  নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুুরে  কেসিসি’র ১৮ নং ওয়ার্ড চত্বর ও  ৩০ ওয়ার্ডের দারােগা পাড়া লিজা ভিলা চত্ত্বরে ত্রাণ বিতারণ করা হয়। পৃথক দুুুটি স্থানে দুঃস্থদের মাঝে ত্রান বিতরন করেন খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও নিসচা’র নগর উপদেষ্টা এ্যাড. মাে: সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর আহবায়ক এসএম ইকবাল হােসেন বিপ্লব, পিপি এ্যাড. শেখ ইনামুল কবির, খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব এসএম দেলােয়ার হােসেন, এ্যাড. এসএম মাসুদুর রহমান, নগর নিসচা’র যুগ্ম আহবায়ক শেখ মনির আহমদ মুনা, আনােয়ারা পারভীন আক্তার পরী, এসকেএমডি বাহালুল আলম, আব্দুস সালাম শিমুল, ক্রীড়া সংগঠক মাে: ইউছুপ আলী, রােটা: হারুন-অর রশীদ খান, মাে: ফিরােজ আলী, মাহমুদা আক্তার লিজা প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.