কমে যাচেছ ঈদের কেনাকাটার ভিড়

 

বিটিসি নিউজ প্রতিবেদন: প্রায় প্রথম রোজা থেকে রাজশাহীর সাহেব বাজারে ঈদের কেনাকাটার জমজমাট চিএ যেটা দেখেছিলাম ধীরে ধীরে তা কমতে শুরু করেছে ।

রাজশাহীর আশেপাশের থানা/উপজেলা শহর থেকে আসা ক্রেতা নেই বললেই চলে, কারণ প্রায় সকলেই বোঝে ঈদের ২/৩ দিন আগে কেনা কাটা করতে গেলে প্রতিটা জিনিসের দাম দ্বিগুনের ও বেশি নেয় বিক্রেতারা, তাছাড়া সকল পন্যই শেষের নিংড়ানো পন্য বলা হয় বলে অনেকেই এসময়টা খুব একটা কেনাকাটা করেনা।

শুধু মাত্র জিবন যুদ্ধে ঈদের আনন্দ যাদের কাছে সোনার হরিনের মত তারাই শুধু শেষ ক্ষণ পর্য্যন্ত অপেক্ষা করে, যতটা সম্ভব পুজি বাড়িয়ে নেয়ার চেষ্টা করে। শেষ দিন পর্য্যন্ত পরিশ্রম করে হিসাব কষে রাতে কেনা কাটা করতে যায়। যতটা সম্ভব পরিবারের মুখে একটু হলেও আনন্দের চিহ্ন ফুটিয়ে তুলতে পারে।

সে কারনেই রাজশাহীর বাজার থেকে কেনা শেষ করে ছুটে চলেছে   প্রিয়জনদের কাছে ।

তাই হয়তো সকলেরই মনে হয় ঈদ এনে দেয় সেই মিলনের খন যেখানে অপেক্ষায় আছে মোদের প্রিয়জন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.