কমরেড রতন সেন স্কুলের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

খুলনা ব্যুরো: খুলনার রপসা কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর আসর, উদীচী, সিপিবি-নারী সেল, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, টিইউসি-সহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠনের উদ্যাগে মানববন্ধন আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)    বিকেলে নগরীর ডিসি অফিসের সামনের সড়কে কমরেড রতন সেন স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয়।
সিপিবি-নারী সেল খুলনা সমন্বয়ক সুতপা বেদজ্ঞের সভাপতিত্বে এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলদারের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডাঃ মনােজ দাশ, কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র আহায়ক এড. কুদরত-ই-খুদা, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খুলনা’র সভাপতি এড. অসিত কুমার হালদার, সাধারণ সম্পাদক এড. সদীপ রায়, টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, উদীচী’র প্রকৌশলী সুখন রায়, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মনিরুল ইসলাম রিপন, সদস্য মাহবুবুল আলম বুলবুল, প্রধান শিক্ষক লক্ষণ সাহা, শিক্ষক স্বপা রানী বিশ্বাস, বিউটি মিস্ত্রী, তনী দত্ত, জয়া বাস, মানবাধিকার কর্মী সিলভী হারুন, সাংস্কৃতিক কর্মী মােজাম্মেল হক, লুৎফুনাহার পলাশী, খেলাঘর আসরের কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান মুকুল, শরীফুল ইসলাম সেলিম, প্রাক্তন সিবিএ নেতা এম এ কাশেম, সিপিবি নেতা নিতাই পাল, অধ্যাপক সঞ্জয় সাহা, বাসদ মার্কসবাদীর রুহুল আমিন, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, রহমান মােল্লা, রঙ্গলাল মৃধা, উন্নয়ন কর্মী বাহালুল আলম, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়া মুখার্জী, যুব ইউনিয়ন নেতা আফজাল হােসেন রাজু, উজ্জল বিশ্বাস, লাল বাউল খেলাঘর আসরের সুস্মিত সাইফ আহমদ, মিথুন চৌধুরী ডাবলু, হাফিজুর রহমান, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, হুজাইফা আল আমিন, কষ্ণদু বাছাড়, নাহিদ হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রহীনতা,সন্ত্রাস, দুর্নীতি, মাদক, লুটপাট, বিচারহীনতা এবং ধর্ষণ একই সূত্র গাঁথা। ধর্ষণ প্রতিরাধে সামাজিক ঐক্য গড়ে তােলার কােনাে বিকল্প নেই।
বিচারহীনতার কারনে অপরাধীদের ধর্ষণের মত ন্যাক্কারজনক কর্মকান্ড- পরাক্ষোভাবে উদ্বুদ্ধ করে। এ অপরাধটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। রােধ করতে হলে আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা কমরেড রতন সেন স্কুলের শিক্ষার্থী ধর্ষণের তদন্তকারী সংস্থাকে  সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে  আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.