ওমিক্রনে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হবে : শিক্ষামন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রাজধানীর শহীদ সোওরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনের পর এ কথা জানান শিক্ষামন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার (০১ ডিসেম্বর) জানিয়েছেন করোনা পরিস্থিতি খারাপ হলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষার প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীও একই কথা জানান।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা প্রার্থনা করি আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, তাহলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় যেকোনও সিদ্ধান্ত আমরা নেবো।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.