ঐক্যফ্রন্টের ইশতেহার: পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না

ঢাকা প্রতিনিধি: জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা। নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে এ কথা বলা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার- ২০১৮ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে। পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোনও বয়স সীমা থাকবেনা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.