এরদোগানের প্রতিদ্বন্দ্বীর দুই প্রতিশ্রুতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিন্দ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু। তিনি রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী।
নির্বাচন উপলক্ষ্যে প্রতিপক্ষের (এরদোগান) মতো তিনিও বিভিন্ন এলাকা সফর করছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার দেশটির হাতায় প্রদেশের সিরিয়া সীমান্তের জিরো পয়েন্ট (শূন্যরেখা) পরিদর্শন করেন তিনি। সেখানে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিতে কিলিকদারোগ্লু বলেন, তার জোট ক্ষমতায় গেলে শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, সিরিয়া সীমান্তের জিরো পয়েন্ট সফরের পর টুইটারে দেওয়া এক বার্তায় বিরোধী জোটের প্রার্থী বলেছেন, ‘আমি সীমান্তের জিরো পয়েন্টে এসেছি। আমি এখানে এসেছি আমার জাতিকে একটি বিষয় মনে করিয়ে দিতে যে, আমি একটি ইস্যুতে আমার অবস্থান বদলাইনি। আর সেটি হলো- প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমার দুটি লক্ষ্য: প্রথমত, আমি সিরিয়ান শরণার্থীদের সিরিয়ায় ফেরত পাঠাব এবং দ্বিতীয়ত, যেসব ইরানি অবৈধভাবে তুরস্কে প্রবেশ করেছে, তাদের ইরানে ফেরত পাঠাব।’
কিলিকদারোগ্লু বলেন, ‘আমাদের রাস্তাঘাট ও পাড়াগুলো (যেসব জায়গায় শরণার্থীরা অবস্থান করছেন) তাদের আসল মালিকদের কাছে ফেরত দিতে হবে। তবে কাজটি আমাদের সতর্কতার সঙ্গে করতে হবে, যাতে আমাদের জাতিকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করা না হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
এ ছাড়া তুরস্ককে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি নেতৃত্বশীল জাতিতে পরিণত করার কথাও বলেন ন্যাশনাল অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.