এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: করোনা শিক্ষা ক্ষেত্রে আঘাত হেনেছে বেশী। যাদের মধ্য থেকে বের হবে আগামীতে দেশের ভবিষ্যৎ, হরতা-কর্তাতাদের জীবনের নিরাপত্তা আগে। তারপর অন্যকিছু,কিন্ত লার্নিং এর ক্ষেত্রে যে ক্ষতি হল তা কোনদিনও পূরণ হবার নয়।
এই করোনা পরিস্থিতির মধ্যে দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে (২০২০-২১ শিক্ষাবর্ষ) এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, মহামারি করোনার কারণে এ বছর এইচএসসিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে অটোপাস দেয়া হয়। ফলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ সহ এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিপিএসহ রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এ সংখ্যা ১ লাখ ২১ হাজারের মতো হতে পারে। বিপুল পরীক্ষার্থীর কথা মাথায় রেখেই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে। শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.