এমপি ফারুক চৌধুরীর তানোরে করোনা সচেতনতাসহ হাসপাতাল পরিদর্শন ও জিআরের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। আজ সোমবার (৩০শে মার্চ) ২০২০ ইং সকাল ১১টার দিকে হাসপতাল পরিদর্শন করেন তিনি।

পরে বিকেলে সাংসদ উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস মোকাবেলায় দেশরন্ত শেখ হাসিনার বরাদ্দকৃত জিআর প্রকল্পের চাল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাঝে নমুনা স্বরুপ তুলে দেন। বরাদ্দকৃত চাল আগামীকাল মঙ্গলবার (৩১শে মার্চ) চেয়ারম্যানরা নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় বিতরণ করবেন।

এ ছাড়াও পৃথক অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে দূর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নাগরিক সেবা নিশ্চিত করতে ও রোগীদের ওয়ার্ড সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা প্রদান করে, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাংসদ ফারুক চৌধুরী। পরে তানোর গোল্লাপাড়া বাজারের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনায় জীবনাশক ঔষধ স্প্রে করেন তিনি।

এসময় দূরত্ব বজায় রেখে সভায় উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজী আরা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইরাস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, তালন্দ ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান আবুল কাশেম, চান্দুড়িয়া ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান মজিবুর রহমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওয়াজির হাসান (প্রতাব) সরকার, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজীব সরকার হিরো প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.