চন্দননগরের নার্সিংহোমে, কোয়ারেন্টাইন করলো প্রশাসন, শেওড়াফুলির করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর

কলকাতা প্রতিনিধি: গতকাল রবিবার (২৯ মার্চ) রাতেই সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হুগলির শেওড়াফুলির এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কথা জানা গেছে ৷  ২৫-২৮ মার্চ চন্দননগরের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন ওই ব্যক্তি, এমনটাই জানান হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ রিপোর্ট পজিটিভ আসার পর গোটা হুগলি জেলাতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ৷
ওই নার্সিংহোমের চিকিৎসক, নার্স, ভর্তি থাকা রোগী, সাফাই কর্মী-সহ মোট ২০জনকে ভিতরে রেখে আজ সোমবার (৩০ মার্চ) সেই নার্সিংহোমটিকে কোয়ারেন্টাইন করে দিল হুগলি জেলা প্রশাসন। আগামী ১৪ দিন কাউকে বেরোতে দেওয়া বা ঢুকতে দেওয়া হবে না, ওই নার্সিংহোমে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.