এভাবেও চলে যাওয়া যায় — উজান

বিটিসি নিউজ ডেস্ক:  এভাবেই একদিন চলে যাব নীরু, স্তব্ধ হবে হৃদস্পন্দন, তবু থেকে যাবে প্রতীক্ষা প্রতিটি আঙুল ছুঁতে চাইবে তোমাকে দেওয়া ভালবাসা, আর আমার পড়ন্ত রোদ করবে তোমার প্রতিচ্ছবির অপেক্ষা।

হয়ত তখনও ভিক্টোরিয়ার জলে পড়বে তোমাকে প্রথম চুম্বনের প্রতিবিম্ব, বা হয়ত প্রিন্সেপ ঘাটের সিঁড়ি স্নিগ্ধ হাসবে
তোমার আলুথালু আঁচলের রেশমি পরশের স্মৃতিতে কিম্বা শান্তিনিকেতনে প্রথম তোমার গালে বসন্তের যে আবির রাঙিয়েছিলাম,
সেই আবির তখনও ছাতিমের ছায়ায় বুক ভরে শ্বাস নেবে।

হয়ত বা তখনও কোজাগরীর চাঁদ পূবের জানালা দিয়ে এসে তোমার এলোকেশ সিক্ত করবে।
বা হয়ত জীবনানন্দের শঙখচিলদুটি ক্লান্ত পাখা মেলে দিনান্তের বার্তা বইবে, অথবা দূরের মসজিদের সান্ধ্য-আজান পৃথিবীর সবার মঙ্গলের দোয়া করবে….

ঠিক তখনই, আমার রিক্ত ভালোবাসার

শেষ স্পর্শ তোমার বুকে অনুরণন তুলে অস্ফুটে তোমাকে দিয়ে বলিয়ে নেবে —–
“এভাবেও চলে যাওয়া যায়” !! #

Comments are closed, but trackbacks and pingbacks are open.