এবার CAA নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হতে পারে বলে কেন্দ্র জানিয়েছে

কলকাতা প্রতিনিধি: পশ্চিমবঙ্গ কেরল সহ বেশ কয়েকটি রাজ্য সিএএ মানবে না বলে ঘোষণা করায় এ সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব দানের প্রক্রিয়া অনলাইন করার কথা ভাবছে সরকার ৷
পশ্চিমবঙ্গ, পঞ্জাব সহ আরও বেশ কয়েকটি রাজ্য বলেছে, তারা এই আইন কার্যকর করবে না ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি করেছে কেরল সরকার বিধান সভায় প্রস্তাব পাশ করিয়ে ৷
মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গোটা প্রক্রিয়া অর্থাৎ আবেদনপত্র নেওয়া, কাগজপত্র পরীক্ষা ও নাগরিকত্ব প্রদান-অনলাইন করার পথে হাঁটতে পারেন কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে রাজ্যগুলিকে এড়িয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের কাজে আর বাধা দিতে পারবে না।  এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া বাদ দেওয়ার কথা ভাবছে।
ওই আইন ইতিমধ্যে সংবিধানের সপ্তম তফশিলের তালিকাভুক্ত হয়েছে। কেন্দ্রীয় ওই তালিকায় প্রতিরক্ষা, বিদেশ, রেলওয়ে, নাগরিকত্ব ইত্যাদি ৯৭টি বিষয় রয়েছে। তাই মন্ত্রকের ঐ আধিকারিক নাগরিকত্ব আইন প্রত্যাখ্যান করার কোনও অধিকার নেই কোন রাজ্যে সরকারের বলে জানিয়েছেন ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.