এবার স্থগিত হলো অলিম্পিক টর্চ প্রদর্শনী

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় আয়োজন। এই তালিকায় আছে টোকিও অলিম্পিক গেমস। করোনার প্রকোপের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি এই আয়োজন। পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর।
তবে আদৌ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-অলিম্পিক গেমস আয়োজন হবে কি না, তা নেয়ে রয়েছে সংশয়।
মূল আয়োজন গড়ানোর আগেই আবারও এসেছে দুঃসংবাদ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও টালমাটাল বিশ্ব। তাই চিন্তার ভাঁজ পড়েছে টোকিও অলিম্পিক আয়োজকদের কপালেও।
জাপানে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ ভাইরাস। নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এবার পরিস্থিতি বিবেচনা করে আয়োজকরা স্থগিত করল অলিম্পিক টর্চ প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) থেকে টোকিও শহরের একাধিক জায়গায় শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক টর্চ প্রদর্শনী। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ঝুঁকি নেয়নি টোকিও প্রশাসন। তবে কবে এই আয়োজন হবে, তা নিশ্চিত করেনি অলিম্পিক কমিটি।

এদিকে, চলতি মাসের শেষ পর্যন্ত অলিম্পিক সংক্রান্ত সব ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.