এবার সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

বিটিসি স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ফিরেছে বাংলাদেশ। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামছেন মিরাজ-সৈকতরা। বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিতলেই সিরিজ জয়ের উল্লাস করবে লাল-সবুজের দল।
চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সোহানের জায়গায় দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। আগে শুধু ওয়ানডে সিরিজের দলে ছিলেন তিনি।
হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২০৫ রান গড়ে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে।
আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। তাই সিরিজ এখন ১-১-এ সমতায়।
দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ দল অনেকটাই উজ্জীবিত। তাই সফল্যে আশাবাদী পুরো দল। দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের শুরুটা দারুণ হয়েছিল, পেসাররা ভালোভাবে শেষ করেছেন। আমরা দেখিয়েছি, আমরা কেমন স্মার্ট হতে পারি। আশা করি তৃতীয় ম্যাচে দল সাফল্য পাব।’
টি-টোয়েন্টি সিরিজের পর ৫ আগস্ট থেকে দুদল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে। শেষ দুটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ,মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.