এবার থেকে লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে বসছে ডিসপ্লে বোর্ড

কলকাতা (ভারত) প্রতিনিধি: লোকাল ট্রেনের নিখুঁত অবস্থান জানান দিতে এবার বসছে সমস্ত প্ল্যাটফর্মে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এতদিন মাইকে ঘোষণা হতো ট্রেনের অবস্থান বা কখন আসবে।
পাশাপাশি এই ডিজিটাল ব্যবস্থা ও চালু থাকবে বলে রেলের এক আধিকারিক জানান। এখন শিয়ালদহ শাখার স্টেশন গুলোতে এই ব্যবস্থা হচ্ছে ধীরে ধীরে তা দূরপাল্লার মতো সব স্টেশনেই এই ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে।
শুধু তাই নয় এই ডিসপ্লে বোর্ড গুলোতে কেবল টি ভির মত পরিষেবা দেওয়া যায় কিনা দেখা হচ্ছে। তাহলে আরো বেশী যাত্রী পরিষেবা তথা বিনোদন মূলক কিছু ব্যবস্থা করা যেতে পারে।
এই ব্যবস্থায় ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের ব্যবস্থা করা যেতে পারে। সমগ্র বিষয়গুলো শিয়ালদহ ডিভিশনের ইল্যাকট্রিকাল ডিপার্টমেন্টের আই টি সেল রূপায়ণ করছে।
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই স্বয়ংক্রিয় টিভি বসানোর কাজ চলছে। যাত্রী স্বচ্ছন্দের কথা মাথায় রেখেই ভারতীয় রেলের এই আয়োজন। প্রযুক্তিকে হাতিয়ার করে আরো কিছু নতুন পরিষেবার কথা ভাবছে রেল। এই ব্যবস্থায় নিখুঁত ভাবে ট্রেনের অবস্থান জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.