এবারের বাজেট সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান : ড. কামাল

ঢাকা প্রতিনিধি:  ২০১৯-২০ অর্থ বছরের বাজেট গণফোরাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন,  এটি জনগণের বাজেট নয়, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট। দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোনো চেষ্টা নেই এতে।

বাজেটে জনগণের স্বার্থহানী ঘটিয়ে গুটিকয়েক ব্যবসায়ী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের ব্যবস্থা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যারা এই বাজেট প্রণয়ন করেছে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘প্রতিনিধিত্বহীন ও অনির্বাচিত সরকারের বাজেট নাগরিক ও দেশের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে প্রণয়ন করা হয়নি।’

সংবাদ সম্মেলনে সব ব্যাপারে জানার পরে জনগণ সক্রিয়ভাবে সংগঠিত হবেন, সোচ্চার হবেন এবং সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক উপায়ে যা কিছু করার আছে সবকিছু করবেন বলেও আশা প্রকাশ করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.