একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি আসনে ভোটার বেড়েছে প্রায় আড়াই লক্ষ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার রাজশাহী-১: (গোদাগাড়ী-তানোর),রাজশাহী-২: (সদর),রাজশাহী-৩: (পবা-মোহনপুর),রাজশাহী-৪: (বাগমারা),রাজশাহী-৫: (পুঠিয়া-দুর্গাপুর),রাজশাহী-৬: (বাঘা-চারঘাট) ৬টি আসনে ভোটার বেড়েছে দুই লাখ ৩৩ হাজার ৬৫২ জন। পাশাপাশি বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতি শুরু হয়েছে জোরেসোরে।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে ভোটার ছিলো ১৭ লাখ ৮ হাজার ৬৫৮ জন এবার বেড়েছে দুই লাখ ৩৩ হাজার ৬৫২ জন। তবে, ভোটার সংখ্যা  মোট বেড়ে দাড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৩০৯ জন। ভোটার বাড়ার পাশাপাশি কেন্দ্রের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৯৫টি। এসব কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। রিটানিং কর্মকর্তার নেতৃত্বে চলছে দফায় দফায় বৈঠক।

র্দীঘদিন পর সব দলের অংশগ্রহণে নির্বাচন। তাই যোগ্য প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররা। সেক্ষেত্রে কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি ভোটারদের।

চরাঞ্চল ও প্রত্যান্ত এলাকার ভোটকেন্দ্রগুলোতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশি মনোযোগ দিচ্ছেন নির্বাচন কর্মকর্তারা।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে ৬৯৫ জন প্রিজাইডিং অফিসার, চার হাজার ২৩৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৮ হাজার ৪৬৮ জন কর্মকর্তা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.