একদিন আগেই ভারতে যেতে দিচ্ছে না আখাউড়া ইমিগ্রেশন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: একদিন আগেই ভারতে যেতে দিচ্ছে না আখাউড়া ইমিগ্রেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকে এক নোটিশের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর থেকে বাংলাদেশী পর্যটন ভিসাধারী যাত্রীরা ভারতে যেতে না পেরে অনেকেই বাড়ি ফিরে গেছেন। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে সন্ধ্যা ৬টা থেকে পর্যটন ভিসাধারী যাত্রীদের সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানায় বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল শুক্রবার থেকে ভারতীয় পর্যটন ভিসাধারী বাংলাদেশী যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এর আগেই আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকেই পর্যটন ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে নোটিশ টানিয়ে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর থেকেই বাংলাদেশি ভারতীয় পর্যটন ভিসাধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
ভারতের ইমিগ্রেশনের টানিয়ে দেয়া ওই নোটিশে বলা হয়েছে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এছাড়া অন্য কেউ যেতে পারবেন না।
এই নোটিশের পর বাংলাদেশী যাত্রীরা আখাউড়া স্থলবন্দরে চরম ভোগান্তির মধ্যে পড়েন।
ঢাকা থেকে আগরতলাগামী ভারতীয় পর্যটন ভিসাধারী যাত্রী উত্তরা দত্ত বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে অপেক্ষা করছি ভারতে যাওয়ার জন্য। কিন্তু বাংলাদেশী ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে বলছেন ভারতীয় ইমিগ্রেশন পর্যটন ভিসাধারী যাত্রীদের যেতে দিচ্ছে না। তাই তারাও আমাদের যেতে দিচ্ছেন না।
তিনি বলেন, জরুরি কাজ ছিল। যেতে না পারার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। কোনো উপায় না পেয়ে আবারো বাড়ি ফিরে যাচ্ছি।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আব্দুল হামিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। করোনা ভাইরাস ঠেকাতে আজ (বৃহস্পতিবার) দুপুর থেকেই নোটিশ টানিয়ে বাংলাদেশী যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, ভারতের ইমিগ্রেশনের অভ্যন্তরে সে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি নোটিশ টানিয়ে দিয়েছে। ওই নোটিশে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রী ছাড়া অন্য কাউকে যাতায়াত করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর থেকে বাংলাদেশী যাত্রীদের যাদের পর্যটন ভিসা আছে তাদের গ্রহণ করছেন না তারা।
তিনি আরো জানান, নোটিশের পর দুপুরে ব্যক্তিগতভাবে ভারতীয় ইমিগ্রেশন অফিসার ডেভিড ব্যানার্জি আমাকে ডেকে নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাই আমরা পর্যটন ভিসাধারী কাউকে যেতে দেইনি। আগামীকাল থেকে পুরোপুরিভাবে ভারতীয় পর্যটন ভিসাধারী যাত্রী যাতায়ত বন্ধ থাকবে।
তবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ আছেন, তাদের যাওয়ার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হবে? এমন প্রশ্নের জবাবে আব্দুল হামিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তাদের নাগরিকদের তারা নিতে চাইলে আমাদের কোনো আপত্তি থাকবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.