একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্স গ্রহণকারীদের ভোগান্তি নিরসনে বি.আর.টি.এ রাজশাহী বিভাগ ও সার্কেল অফিসের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
মঙ্গলবার সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা, বি.আর.টি.এ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আশরাকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন রাজশাহী মোঃ রাজিউল ইসলাম, বি.আর.টি.এ রাজশাহী বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিঃ) এ.এস.এম. কামরুল হাসান, রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আব্দুল খালেক, সহকারী পরিচালক (সাধারন) মোঃ নজির উদ্দিন, ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন ও শরফ উদ্দিন আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, এ কার্যক্রম উদ্ভোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা প্রদান করলে ঘরে বসেই ডাক যোগে লাইসেন্স পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.