উড়ন্ত সূচনার পরও চাপে উইন্ডিজ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বহু ইতিহাসের সাক্ষী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে ইতিহাস যাদের হাতে গড়া, সেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি। যে ম্যাচে জয় চাই দুটি দলই। কেননা নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে দল দুটি।
এদিন বিকাল ৪টায় সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম প্রথম তিন ওভারে মাত্র ৬টি রান সংগ্রহ করলেও চতুর্থ ওভার থেকেই চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ১০ ওভারেই ৬৫ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
যার মধ্যে একাই ৩২ বলে ফিফটি পূরণ করেন ক্যারিবীয় মারকুটে ওপেনার এভিন লুইস। তবে আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ঝোড়ো ব্যাটার। একাদশ ওভারেই কেশব মহারাজের বলে ডিপ মিড উইকেটে রাবাদার হাতে ধরা পড়ার আগে ৩৫ বলে ছয়টা বিশাল ছক্কার সঙ্গে তিনটি চারের মারে ৫৬ রান আসে লুইসের ব্যাট থেকে।
এরপর অবশ্য পরপর দুই ওভারেই আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়া দলটির স্কোর দাঁড়িয়েছে ১৬ ওভারে ৩ উইকেটে ১১১। ক্রিস গেইল ১০ রানে এবং কাইরন পোলার্ড ১২ রানে ক্রিজে আছেন। মহারাজ ২৪ রানে ২টি উইকেট তুলে নেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হার মানে অস্ট্রেলিয়ার কাছে। আর ওয়েস্ট ইন্ডিজকে তো রীতিমতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। ৫৫ রানে অলআউট হয়ে লজ্জার মুখে পড়েন গেইল-পোলার্ডরা।
এই দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৯ ম্যাচে। সেই সংখ্যাটাকেই আজ বাড়িয়ে নিতে চাইবে টেম্বা বাভুমার দল। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরাও আজকের ম্যাচ দিয়েই চাইবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে।
একনজরে দুই দলের একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, হেইডেন ওয়ালশ, রবি রামপাল।
দক্ষিণ আফ্রিকা: রিজা হেন্ড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিক নরকিয়া, তাবরাইজ শামসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.