উহান থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পায়নি ডব্লিউএইচও

(উহান থেকে ভাইরাস ছড়ানোর প্রমাণ পায়নি ডব্লিউএইচও)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল।
উহানের ল্যাব ও বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) এক সংবাদ সম্মেলেন চীনের গবেষণা দলের সাথে যৌথ সংবাদ সম্মেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি দলের প্রধান পিটার বেন ইমবারেক বলেন, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল শনাক্তে তদন্ত দল খুব মনোযোগ নিয়ে কাজ করলেও ল্যাব থেকে ছড়িয়ে পড়ার মতো কোনো প্রমাণ পায়নি তারা। উৎপত্তিস্থল শনাক্তে আরো গভীরভাবে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে সারাবিশ্বে এই ভাইরাসে মারা যান ২৩ লক্ষেরবেশী মানুষ। আক্রান্ত হয়েছে ১ কোটি ৬০ লক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.