উল্লাপাড়ায় ১৭ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারী উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে এ সফল করতে তানভীর ইমাম এমপি’র নেতৃত্ত্বে উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।
এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের নতুন নেতা নির্বাচিত করবেন কাউন্সিলররা।
ইতি মধ্যেই উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ডিতা করার জন্য মোট ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল কাদের রুমি এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদুল হক ও পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম রাশেদুল হাসান রাশেদ।
পরে রাশেদ তার মনোনয়ন পত্র প্রত্যার করে নিয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের মোট ৭১ জন সদস্য, ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৭২ জন ও বিশেষ কোথায় ১৫ জন সর্বমোট ৪৫৮জন কাউন্সিলর গোপন ব্যালোট পেপারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন নেতা নির্বাচিত করবেন।
উল্লাখ্য, গত ২০০৩ সালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ২০১৪ সালে আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.