উপ নির্বাচন-বাগেরহাট-৪ আমরা স্বচ্ছ নির্বাচন চাই : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম


মোড়েলগঞ্জ প্রতিনিধি: সংসদীয় আসন ৯৮, বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনে ২১ মার্চ উপ-নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম পিএইচডি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দুর্নাম কুড়ানোর মত নির্বাচন চাই না। আমরা স্বচ্ছ নির্বাচন চাই।

আইন শৃংখলা বাহিনী অবাধ, সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচন গ্রহনে সঠিক দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন অতি উৎসাহিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ শুক্রবার সকাল ১১টায় ঐতিয্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা ও রিটাংনিং অফিসার মো. ইউনুচ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মহা পরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। মোড়েলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলায় উপ নির্বাচনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার পদে ১১৬, সহকারি পিজাইডিং ৪৮৮ ও পুলিং অফিসার পদে ৯৭৬ জন প্রশিক্ষণ নিয়ে নির্বাচনের ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.