উদ্বোধনের সময় মেয়রকে নিয়েই সেতুর ধস

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমেক্সিকোর কুয়ের্নাভাকা শহরে একটি ঝুলন্ত সেতু উদ্বোধন করতে গিয়েছিলেন মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। ঠিক ওই সময় সেতুটি ভেঙে মেয়রসহ ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এতে অনেকের হাত-পা ভেঙেছে। এমন ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মেয়রকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মেয়র হোসে লুইস উরিওস্তেগুই তার দলবল নিয়ে কাঠ, লোহা ও শিকল দিয়ে তৈরি ঝুলন্ত সেতুটি উদ্বোধন করে এর উপর দিয়ে হেঁটে আসছেন। এসময় মেয়রসহ অন্যরাও সেতু পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে এটি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতুটি কমপক্ষে ১০ ফুট নিচে ছিড়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। চার সিটি কাউন্সিল সদস্য, অন্য দুই সিটি কর্মকর্তা এবং একজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। তাদের স্ট্রেচারে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক সেতুতে ওঠায় ভেঙে পড়ে। শহরের সৌন্দর্য ফেরাতে বেশ কিছু পদক্ষেপের অংশ হিসেবেই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.