উদ্ধারকৃত কুমির-তক্ষক-পাখির ঠিকানা এখন করমজলে

বাগেরহাট প্রতিনিধি: দুটি কুমির, বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক, একটি বক পাখি, ১১টি কালিম পাখি, দুটি মাছ কুড়াল ও একটি ভূবন চিলের ঠিকানা এখন সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে। এগুলো যশোরের জে এস গার্ডেনে খাঁচায় বন্দি ছিল।
সেখান থেকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধার করে এগুলো বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) করমজলের মুক্ত বনে অবমুক্ত করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ ডিসেম্বরর) এগুলো যশরের জে এস গার্ডেন থেকে উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘যশোরের জে এস গার্ডেন ছাড়া মাদারীপুরের একটি মাছের খামার খেকে দুটি কুমির উদ্ধার করা হয়। বাকি প্রাণীগুলো অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
করমজলে এসব প্রাণী অবমুক্তর সময় বনবিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আশ্চর্য উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.