উত্তাপের ডার্বিতে জয় এসি মিলানের

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইতালির মিলান ডার্বিতে দুই দল দুর্দান্ত লড়াই করেছে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন এসি মিলানের তরুণ রাইট উইঙ্গার রাফায়েল লিও। পর্তুগিজ তরুণের ডাবলে ইন্টার মিলানের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে এসি মিলান।
শনিবার রাতে ঘরের মাঠ স্টাডিও গুয়েস্পে মিয়াজাতে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে লিড নেয় ইন্টার মিলান। গোল করেন ব্রোজোভিচ। কিন্তু ওই লিড ধরে রাখতে দেয়নি এসি মিলান। সাত মিনিট পরেই সমতায় ফেরে দলটি।
এসি মিলানের হয়ে গোল করেন রাফায়েল লিও। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন এসি মিলান। গোল করেন চেলসি ছেড়ে মিলানে যোগ দেওয়া ফ্রান্স স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ।
ওই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় গোল করে এসি মিলান। ম্যাচের ৬০ মিনিটে রাফায়েল গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। কিন্তু ইন্টার মিলান স্বস্তিতে থাকতে দেয়নি তাদের। ৬৭ মিনিটে ব্যবধান ৩-২ করে তারা। ম্যাচে ফেরানোর গোলটি করেন ইন্টারের এডেন জেকো।
পরের সময়টা দুই দলই দারুণ কিছু আক্রমণ করেছে। এসি মিলান আক্রমণে এগিয়ে থাকলেও তারা চতুর্থ গোলটি করতে পারেনি। চেষ্টা চালিয়েও বাকি সময়ে গোল শোধ করতে পারেনি ইন্টার। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে মিলান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.