উত্তরায় গার্ডার চাপায় নিহত স্বজনদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাত শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান মঙ্গলবার দুপুর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাজধানীর উত্তরায় ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় নিহত ৫ ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নিহত ব্যক্তিদের পোস্টমর্টেম সহ আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের জন্যে নিজ নিজ বাড়িতে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন।
ধর্ম প্রতিমন্ত্রী লাশ পরিবহন ও অন্যান্য ব্যয় মিটানোর জন্যে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম এবং পরিচালক প্রফেসর ডাঃ মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গতকাল ১৫ আগস্ট,২০২২ সোমবার রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রীদের নিহত এবং রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতেরদদের বাড়ি জামালপুর এবং অন্যজনের বাড়ি মেহেরপুর জেলায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.