উজিরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, আঃ হাকিম সেরনিয়াবাদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আঃ মজিদ।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শন মোঃ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন সমবায়ী মোঃ হেমায়েত উদ্দিন খলিফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সমবায়ী আহমেদুল কবির বিপ্লব মোল্লা, যুবলীগ নেতা আল-আমিন সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.