উজিরপুরে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক, সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে “আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো” এর প্রতিপাদ্যকে ধারন করে সৎ সঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক, সামাজিক অবক্ষয় ও নারী শিশু নির্যাতন-ধর্ষন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলাস্থ সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে গৌরাঙ্গলাল কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রী সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, সৎ সঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার, কোটালীপাড়া থেকে আগত বিশিষ্ট সমাজ কর্মী নির্মল দে। আরো বক্তৃতা করেন নুরুল আমিন খান, সিরজুল ইসলাম মাষ্টার, কেশব মাষ্টার, ব্রজবাসী হালদার, মোজাম্মেল হক হাওলাদার, সাহেরা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পূণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সহ-সভাপতি মোঃ নুরুল আমিন খান, মোঃ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ব্রজবাসী হালদার, অর্থ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোনজেল হক হাওলাদার, দপ্তর সম্পাদক ডাঃ আনোয়ার পারভেজ, প্রচার প্রকাশনা সম্পাদক কেশব মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক সাহেরা বেগম, নির্বাহী সদস্য সামছুল হক মিয়া, করিম আরিন্দা, আঃ মালেক হাওলাদার, মোঃ পারভেজ, ফারুক হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে পাল্টে যেতে পারে জীবনযাত্রা। যার যেটুকু সমর্থ অনুযায়ী সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানান। সৎভাবে জীবন যাপন গড়ি সমাজকে কলুষ মুক্ত করি এটাই হোক সবার অঙ্গিকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.