উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবক্ষয় ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের হস্তিশুন্ড এইচ এম ইনিস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবক্ষয় ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ভারতীয় ভ্রাতৃপ্রতিম সংগঠন সৎ লোক আশ্রমের সেবাদার দীপক দাস গুহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ নওমুসলিম মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী, পুলিশ ইন্সপেক্টর কবি সেলিম মিয়া,লালন গবেষক ফকির হৃদয় সাঁই, উপদেষ্টা অ্যাডভোকেট হারুনর রশীদ, সৎ সঙ্গ ফাউন্ডেশন বরিশাল জেলা কমিটির নির্বাহী সভাপতি রনজিৎ কুমার দত্ত, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদার।
সেমিনারে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অর্ধশত ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে ০১ পর্যন্ত অধিবেশন পরিচালিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.