উজিরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে ধান ক্রয়ের উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার।

আজ ১২ জুন বুধবার সকালে শিকারপুর খাদ্য গোডাইনে সরাসরি কৃষকরা ধান বিক্রয় করছেন। প্রতি মন ধানের সরকারি ন্যায্য মূল্য ১১ শত ৪০ টাকা দরে ক্রয় করছেন।

চলতি বছর উপজেলায় ৪ শত ১০ মেঃ টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারন করেছে সরকার। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান ক্রয় করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

ধান ক্রয়ের উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মশিউর রহমান, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকারপুর এল.এস.ডি আব্দুস ছালাম, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাঝি প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.