উজিরপুরে লিগ্যাল এইড(পিপিজে)’র সেমিনার অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং উগ্র সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক ইস্যু নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সেমিনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড(পিপিজে) সমন্বয়কারী আবুল মুনসুর আব্দুল্লাহর সঞ্চলনায় বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদার, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লায়লা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদ, উপজেলা লিগ্যাল এইড এর ম্যানেজার দেলোয়ার হোসেন প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.