উজিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবা-গাঁজাসহ আটক-৩

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে জার কেজি গাঁজা ও ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়োত হোসেন।
তিনি জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুন গুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।
আটকদের মধ্যে মো. সবুজ হাওলাদার (২৮) বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আনসার আলী হাওলাদারের ছেলে ও মো. বিপ্লব (৩০) কুমিল্লা জেলা সদরের কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকার হান্নানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়োত হোসেন জানান, আটকরা তাদের শরীরে বিশেষ কায়দায় গাজা পরিবহন করছিলেন। শীতের সময় হওয়ায় কেউ সন্দেহ করার সুযোগ ছিল না।
এ ঘটনায় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আব্দুল মজিদ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর হোসেন (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা সদরের কোতোয়ালি মডেল থানাধীন শুভপুরের চকবাজার সংলগ্ন এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.